ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

নিষেধাজ্ঞা না মেনে মেঘনায় ইলিশ ধরায় ১৭ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, অক্টোবর ৮, ২০২৫
নিষেধাজ্ঞা না মেনে মেঘনায় ইলিশ ধরায় ১৭ জেলে আটক আটক ১৭ জেলে

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় ইলিশ ধরায় অবৈধ কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকাসহ ১৭ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশের ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্টগার্ড নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে এবং ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (৮ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের সদস্যরা মেঘনা নদীর মোহনা ও তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল (মূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা), ২০ কেজি ইলিশ মাছ (মূল্য প্রায় ২০ হাজার টাকা), দুটি ইঞ্জিনচালিত কাঠের মাছ ধরার নৌকা এবং ১৭ জন জেলেকে আটক করা হয়।

আটক জেলেদের মধ্যে একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়। পরে জব্দ করা জাল চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং জব্দ ইলিশ মাছ স্থানীয় মাদরাসায় বিতরণ করা হয়।

জব্দ নৌকা চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ১৬ জেলেকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চাঁদপুর সদর মডেল থানায় সোপর্দ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।