ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

কাপ্তাই হ্রদে নৌকাডুবে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, অক্টোবর ১, ২০২৫
কাপ্তাই হ্রদে নৌকাডুবে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ২

রাঙামাটির লংগদু ও নানিয়ারচরে কাপ্তাই হ্রদে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় এক নারী ও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই কলেজছাত্র এখনও নিখোঁজ রয়েছেন।


বুধবার (১ অক্টোবর) দিনব্যাপী অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লংগদুর দুর্ঘটনাস্থল থেকে এক নারী ও এক শিশুর লাশ উদ্ধার করে।  

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছিল।

মৃতরা হলেন— আছর উদ্দিনের স্ত্রী শিরিনা বেগম (৪০), তাদের সন্তান মাসুম (৫) এবং আরজ আলীর সন্তান রানা (৭)।

নিখোঁজ দুজন হলেন- ডিলিশন চাকমা (১৮) ও জিপেন দেওয়ান (১৮)।  

এদিকে মঙ্গলবার রাতেই একই সময়ে লংগদুর কাট্টলী বিল এলাকায় ঝড়ের কবলে পড়ে তিনটি মাছ ধরার নৌকা উল্টে গেলে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ছয় জেলেকে জীবিত উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঝড়ো হাওয়ার সময় লংগদুর গুলশাখালী থেকে নৌকায় করে মাইনীমুখ এফআইডিসি এলাকায় ফিরছিলেন আছর উদ্দিন ও আরজ আলীর পরিবার। হঠাৎ ঝড়ে নৌকাটি ডুবে গেলে দুই শিশু ও এক নারী পানিতে তলিয়ে যান। তবে আছর উদ্দিন ও তার আরেক স্বজন সালমা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

স্থানীয় শিক্ষক মো. সোহেল কবির জানান, সন্ধ্যায় পাঁচজন একটি ছোট নৌকায় আত্মীয় বাড়ি বেড়াতে যান। ফেরার পথে ঝড়ে নৌকাটি ডুবে যায়। পরে একজন নারীকে জীবিত উদ্ধার করা হয় এবং শিশু রানাকে মৃত অবস্থায় পাওয়া যায়। শিরিনা বেগম ও তার ছেলে মাসুমকে রাতেই পাওয়া যায়নি। বুধবার সকালে শিরিনার এবং দুপুরে মাসুমের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

লংগদু ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে রাঙামাটি থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। নিখোঁজ নারী ও শিশুর লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইনও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, নানিয়ারচরে মঙ্গলবার রাতে পূজা দেখে ফেরার পথে নৌকাডুবিতে দুই কলেজছাত্র নিখোঁজ রয়েছেন।

স্থানীয়রা জানান, শনখোলাপাড়া থেকে ছয়জন কলেজছাত্র দুর্গাপূজা দেখতে নানিয়ারচর বাজারের জগন্নাথ মন্দিরে যান। ফেরার পথে চেঙ্গী নদী (কাপ্তাই হ্রদ) পার হওয়ার সময় ঝড়ে নৌকাটি ডুবে যায়। এদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও ডিলিশন চাকমা ও জিপেন দেওয়ান নিখোঁজ রয়েছেন।  

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। সাবেক্ষং ইউনিয়নের চেয়ারম্যান সুপম চাকমা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন জানান, লংগদুতে উদ্ধার অভিযান শেষে ডুবুরি দল নানিয়ারচরে নিখোঁজ দুই কলেজছাত্রের সন্ধানে কাজ শুরু করেছে।

** কাপ্তাই হ্রদে নৌকা ডুবে নারী-শিশুসহ দুজনের মৃত্যু

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ