ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সাজেকের আহতরা চমেকে, রিংকির লাশ খুলনায় গেল এয়ার অ্যাম্বুলেন্সে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, সেপ্টেম্বর ১৮, ২০২৫
সাজেকের আহতরা চমেকে, রিংকির লাশ খুলনায় গেল এয়ার অ্যাম্বুলেন্সে

সাজেক সড়ক দুর্ঘটনায় আহত ১২ জন পর্যটককে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকির লাশ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে খুলনায় পরিবারের কাছে পাঠানো হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দীঘিনালা-সাজেক সড়কের সিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে আসা পর্যটকবাহী একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা নিহত হন এবং তার সহপাঠীসহ আরও ১২ জন আহত হন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন। দ্রুত আহতদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আনা হয়। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।

আহতদের দেখতে বিকেলে হাসপাতালে ছুটে যান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এসময় জেলা পরিষদের পক্ষ থেকে আহতদের চিকিৎসা সহায়তায় এক লাখ টাকা প্রদান করা হয়।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. সাবের হোসেন বলেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহত শিক্ষার্থীর মরদেহ খুলনায় পরিবারের কাছে পাঠানো হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে।

এডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।