ঢাকা, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ভোলায় নিজ বাড়ির সামনে পড়েছিল ছাত্রলীগ নেতার লাশ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১২, আগস্ট ৩০, ২০২৫
ভোলায় নিজ বাড়ির সামনে পড়েছিল ছাত্রলীগ নেতার লাশ  সাইফুল্লাহ আরিফ

ভোলায় নিজ বাড়ির সামনে থেকে সাইফুল্লাহ আরিফ (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের অভিযোগ, তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

নিহত আরিফ ভোলা সদর উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি এবং ভোলা পৌর-৩ নম্বর ওয়ার্ডের বশির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, আরিফকে বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে কি কারণে এ হত্যার ঘটনা তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ।

ভোলার পুলিশ সুপার শরীফুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিভাবে এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।