ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

সারাদেশ

সিংগাইরে গরু চোরের আঘাতে আহত বৃদ্ধের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, আগস্ট ১৮, ২০২৫
সিংগাইরে গরু চোরের আঘাতে আহত বৃদ্ধের মৃত্যু  প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নে গরু চোরের আঘাতে শেখ মহরউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।

সিংগাইর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৭ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে বেশ কয়েকজন চোর চুরি করতে আসে শেখ মহরউদ্দিনের বাড়িতে। তারা গোয়াল ঘর থেকে গরু নিয়ে বের হওয়ার সময় দেখে ফেলেন মহরউদ্দিন। এসময় চোরদের বাধা দিলে এক চোর মহরউদ্দিনের মাথায় আঘাত করে চারটি গরু নিয়ে চলে যায়। পরে পরিবারের অন্য সদস্যরা মহরউদ্দিনকে উদ্ধার করে ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে মারা যায় মহরউদ্দিন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ