ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারে ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, আগস্ট ১৮, ২০২৫
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারে ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার

বাগেরহাট: বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটটিকে নিরাপদে হারবারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়।

সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১৪ আগস্ট ২০২৫ তারিখে "এফবি মায়ের দোয়া" নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। অতঃপর যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।

পরবর্তীতে ৩ দিন পর ১৭ আগস্ট সকাল ১০টায় মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে, এক জেলে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ ফোন করে। সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন ৫নং বয়া এলাকা থেকে মাছধরা ট্রলারসহ ৮ জন জেলেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটটিকে নিরাপদে হারবারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়। উপকূল ও উপকূলের মানুষের জানমাল রক্ষায় কোস্টগার্ডের্ এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

 

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।