ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

সারাদেশ

ক্রিকেট ব্যাটে ইয়াবা পাচারের চেষ্টা: কক্সবাজার বিমানবন্দরে আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, আগস্ট ১৭, ২০২৫
ক্রিকেট ব্যাটে ইয়াবা পাচারের চেষ্টা: কক্সবাজার বিমানবন্দরে আটক ২ আটক দুজন

কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতর বিশেষ কৌশলে লুকানো ৫ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।  
আটকদের একজন বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী।

রোববার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে মালামাল তল্লাশির সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

আটকরা হলেন- মাদারীপুরের জাকির হোসেন (২৬) ও বরিশালের তানভীর আহমদ (৩০)। তাদের মধ্যে তানভীর বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী।

ওসি ইলিয়াস খান জানান, তারা সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে বেলা ১১টা ২৫ মিনিটের ঢাকাগামী ইউএস-বাংলা ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় তল্লাশির অংশ হিসেবে তাদের মালামাল স্ক্যানিং করা হলে ক্রিকেট ব্যাটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।