ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

সারাদেশ

নালিতাবাড়ীতে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

ডিস্টিক্টকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৬, আগস্ট ১১, ২০২৫
নালিতাবাড়ীতে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর এলাকা দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১০ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে।

রোববার (১০ আগস্ট) বিকেলে ময়মনসিংহের ৩৯ বিজিবির হাতিপাগার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফ এবং ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার ঢালু বিএসএফ কোম্পানি কমান্ডার এসি শেখ বশির আহমেদের উপস্থিতিতে পতাকা বৈঠকে ওই ১০ বাংলাদেশি নাগরিক হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্র জানায়, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। রোববার বিকেলে ওই ১০ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও আইসিপি দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে রাতেই বিজিবি কর্তৃপক্ষ তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ওই ১০ বাংলাদেশি নাগরিক হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মলমপাড়া গ্রামের শ্রী কিরন লাকড়া (২৮), অনিতা রানী (২৬), নন্দিনী লাকড়া (২), একই জেলার তানোর উপজেলার জোতগরীব গ্রামের শ্রী সুখদেব উরাও (৩৫), শ্রী গোলাপী উরাও (২৭), মায়া দেবী (১৬), ছায়াবতী (১৩), অর্নবতী (১০), বিষ্ণুপ্রিয়া (৫) এবং সুদন্ত উরাও (৭ মাস)।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বাংলানিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ১০ বাংলাদেশি নাগরিকের ঠিকানায় যোগাযোগ করা হচ্ছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ