নড়াইল: বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১০ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে সুলতান স্মৃতি সংগ্রহশালা চত্বরে শিল্পীর কবরে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন, নড়াইল প্রেসক্লাব, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা, এস এম সুলতান আর্ট কলেজসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট নূরুল আবছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন, এস এম সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন সিকদার, বীরমুক্তিযোদ্ধা এস এম বাকি, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু এবং এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি।
এছাড়া, দুপুরে সুলতান কমপ্লেক্সে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সুলতান সংগ্রহশালের চিত্রকর্ম প্রদর্শনী হয়।
এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ সুলতানকে নড়াইল শহরের কুড়িগ্রামে স্মৃতি সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এসএইচ