নাটোর: নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে মো. সাইদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালপুর-লালপুর সড়কের গোপালপুর সুগারমিলস উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনগ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুজ্জামান বাংলানিউজকে জানান, রাতে স্থানীয়রা সুগারমিলস উচ্চ বিদ্যালয়ের পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারের দরজায় রক্ত দেখতে পান। একই সময়ে তারা পাশের একটি ড্রেনের ওপর এক ব্যক্তির রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, সাইদুর গাড়িটির চালক ছিলেন। কে বা কারা কেন তাকে হত্যা করেছে, তার তদন্ত করে দেখা হচ্ছে।
এসআই