ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

সারাদেশ

ঝিনাইগাতীতে বাস পুকুরে পড়ে নিহত ১, আহত২০ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৪, আগস্ট ৭, ২০২৫
ঝিনাইগাতীতে বাস পুকুরে পড়ে নিহত ১, আহত২০  নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়া বাসটি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পুকুরে পড়ে সোহেল মিয়া (৩ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী।

বৃহস্পতিবার (৭আগস্ট) দুপুরে শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল একই উপজেলার নলকুড়া ইউনিয়নের বারোয়ামারি গ্রামের রফিক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আকাশ বিকাশ’ পরিবহনের বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি গভীর পুকুরে পড়ে যায়। স্থানীয়রা আহতদের দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় নিখোঁজ ছিল শিশু সোহেল। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযানে শিশুটির লাশ উদ্ধার করা হয়।  

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এবং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান। তারা উদ্ধার তৎপরতা তদারকি করেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।