ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

সারাদেশ

ইলিশের সরবরাহ বেড়েছে চাঁদপুরে

মুহাম্মদ মাসুদ আলম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, আগস্ট ৭, ২০২৫
ইলিশের সরবরাহ বেড়েছে চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ

চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে চলতি মৌসুমে দক্ষিণাঞ্চল থেকে আসা ইলিশের সরবরাহ ছিল কম। তবে গত কয়েকদিনে সরবরাহ কিছুটা বেড়েছে।

প্রতিদিন গড়ে ৩০০-৪০০ মণ ইলিশ সরবরাহ হচ্ছে। ফলে দামও কিছুটা কমেছে। এক কেজির বেশি ওজনের ইলিশ প্রতি কেজি ছিল ৩ হাজার টাকা, এখন কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকা। চলমান সরবরাহ অব্যাহত থাকলে বিগত দিনের লোকসান কাটিয়ে উঠতে পারবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের বড় স্টেশন মৎস্য অবতরণকেন্দ্রে গিয়ে আড়তগুলোতে ইলিশ বেচাকেনার ব্যস্ততা দেখা গেছে।

দীর্ঘদিন সাগর উপকূলীয় দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে ইলিশের ট্রলার আসা বন্ধ ছিল। বৃহস্পতিবার মাছঘাটের পন্টুনে দেখা গেছে, বড় একটি ইলিশের ট্রলার। সকাল ১০টার দিকে ওই ট্রলার থেকে বিভিন্ন সাইজের ইলিশ আড়তে নামানো হচ্ছে।

মাছঘাটের ছোট-বড় প্রায় ৪০টি আড়তের সামনেই ইলিশের স্তূপ দেখা গেছে। পাইকারি ও খুচরা—উভয়ভাবেই বিক্রি হচ্ছে ইলিশ। সঙ্গে অন্যান্য প্রজাতির মাছও রয়েছে। তবে অধিকাংশ আড়তের সামনেই বিক্রি হচ্ছে ইলিশ। পাইকারি বিক্রির জন্য স্তূপ করা ইলিশ হাঁকডাক দিয়ে বিক্রি করছেন আড়তদাররা।

হাজীগঞ্জ থেকে ইলিশ কিনতে আসা ক্রেতা সাইমুম রহমান বলেন, অন্য সময়ের তুলনায় আজকে আড়তে ইলিশ বেশি। দামও কিছুটা কমেছে। তবে চাঁদপুরের লোকাল ইলিশ খুবই কম। খুচরা দোকান ঘুরে দেখছি, যদি দর ঠিক থাকে তাহলে কিনব।

চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড এলাকার বাসিন্দা আল-আমিন বলেন, ইলিশের দরদাম জানতে এসেছি। আড়াই হাজার টাকা কেজি দরে ইলিশ কেনা সম্ভব না। মাঝারি সাইজের ইলিশ খুবই কম। একেবারে ছোট এবং বড় সাইজের ইলিশ ঘাটে বেশি।

‘পিউর ইলিশ’ নামের প্রতিষ্ঠানের মালিক সুলতান মাহমুদ বলেন, পাইকারি হিসেবে স্থানীয় পদ্মা-মেঘনার বড় সাইজের ইলিশ নিয়েছি। ওজন এক কেজির বেশি। বিক্রি হচ্ছে ২৬শ টাকা করে। হাতিয়া থেকে আসা একই সাইজের খুচরা বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকা করে।

খুচরা ইলিশ বিক্রেতা শামীম হোসাইন জানালেন ইলিশের বাজার দর। তিনি বলেন, এক কেজি ওজনের লোকাল ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪শ ৫০ টাকা। হাতিয়ার ইলিশ প্রতি কেজি ২২শ থেকে ২৩শ টাকা। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৭শ থেকে ১৮শ টাকা। ছোট সাইজের ইলিশ (২০০-২৫০ গ্রাম) প্রতি কেজি বিক্রি হচ্ছে সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকা।  

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল বারি জমাদার মানিক বলেন, তিন-চারদিন ইলিশের সরবরাহ ছিল গড়ে ৩০০ থেকে ৪০০ মণ। অথচ পূর্বে এই পরিমাণ ইলিশ এক আড়তেই বিক্রি হতো। তবে আজকে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। এ ধারা অব্যাহত থাকলে ব্যবসায়ীরা বিগত দিনের লোকসান কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।