জামালপুর: সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে ধরার পর ছেড়ে দিয়েছে পুলিশ। জামালপুর থানা থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার পর রাতেই জামালপুরে তাদের নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
পুলিশ জানায়, সাবেক এ সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় এবং বয়সজনিত বিষয় বিবেচনায় নিয়ে মঙ্গলবার (২৭ মে) রাত ১০টার দিকে তাকে ও তার স্ত্রীকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে, জমি বিক্রির উদ্দেশ্যে শেরপুরের সাব-রেজিস্ট্রার অফিসে গেলে স্থানীয়রা হীরাকে ঘিরে ফেলেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হীরা ও তার স্ত্রীকে হেফাজতে নেয় শেরপুর থানা পুলিশ।
পরে তাদের জামালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকেই আইনগত প্রক্রিয়া শেষে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, শেরপুর জেলা পুলিশ আমাদের কাছে তাকে ও তার স্ত্রীকে হস্তান্তর করে। তিনি সাবেক মন্ত্রী। তার শারীরিক অবস্থা ভালো না। এছাড়া তার নামে কোনো মামলাও নেই। তাই এসব বিবেচনা করে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
রেজাউল করিম হীরা জামালপুর-৫ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ সালে ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এসআই