ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

সারাদেশ

৩ জেলায় আজ ৭০ জনকে পুশ ইন করল বিএসএফ

কান্ট্রি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৫, মে ২৭, ২০২৫
৩ জেলায় আজ ৭০ জনকে পুশ ইন করল বিএসএফ

ঢাকা: চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা ও মেহেরপুর জেলার সীমান্ত দিয়ে মঙ্গলবার (২৭ মে)  ৭০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ১৭ জন, সাতক্ষীরায় ২৩ জন ও মেহেরপুরে ৩০ জন রয়েছেন।

 

বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবর: 

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে ১৭ বাংলাভাষীকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  

ভোরে তাদের পুশ ইন করা হয়। পরে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করেন। আটক ১৭ জনের মধ্যে পাঁচটি শিশু, ছয়জন নারী এবং ছয়জন পুরুষ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইসউদ্দিন জানান, প্রায় ১২ বছর আগে কুড়িগ্রাম এলাকার ছয় ব্যক্তিসহ অনেকে ভারতে কাজের জন্য গিয়েছিলেন। সেখানে কেউ বিয়ে করে আবার কেউ বাংলাদেশ থেকে বিয়ে করে স্ত্রী নিয়ে যান। ওই দেশে বসবাস করে একটি ইটভাটায় কাজ করতেন আটক ১৭ জনের মধ্যে ছয়জন। সেখানে তাদের সন্তান জন্ম নেয়। সম্প্রতি সে দেশের পুলিশ অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান শুরু করেছে। এ অভিযানে এ ১৭ জনকে ভারতীয় পুলিশ আটক করে বিএসএফের কাছে দেয়। পরে বিএসএফ গোমস্তাপুরের বিভিষণ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়।  

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ।

ভোর সাড়ে ৫টায় তাদের পুশ ইন করা হয়।

তবে, তাদের নাগরিকত্ব ও পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজিবি কুশখালী বিওপি কমান্ডার সুবেদার মেজবাহউদ্দীন জানান, কুশখালী সীমান্ত দিয়ে পুশ ইন করা ২৩ জনকে আটক করেছে বিজিবি। তাদের সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।

ব্যাটালিয়ন দপ্তর সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের নাগরিকত্ব ও পরিচয় সম্পর্কে যাচাই-বাছাই চলছে।  

মেহেরপুর: মুজিবনগরে দুই দিনের ব্যবধানে নারী-পুরুষ ও শিশুসহ ৩০ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। এর আগে রোববার (২৫ মে ১৯ জনকে পুশ ইন করে বিএসএফ। এ নিয়ে দুইদিনে মোট ৪৯ জনকে পুশ ইন করল তারা।

ভোরে মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত পিলার ১০১ কাগমারী মাঠ দিয়ে তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে দেয় বিএসএফ।

তারা সীমান্ত পার হয়ে এলে আনন্দবাস বিওপি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা আনন্দবাস ফাঁসিতলা মাঠ থেকে তাদের আটক করে। পরে তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়। আটকদের মধ্যে বিভিন্ন বয়সী ১২ জন শিশু নয়জন নারী ও নয়জন পুরুষ রয়েছে।

পুশ ইন করা মানুষদের সঙ্গে কথা বললে জানায়, তারা বাংলাদেশের নাগরিক দীর্ঘ ১২/১৪ বছর আগে দালালের মাধ্যমে কাশিয়াবাড়ি সীমান্ত দিয়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান। এরপর থেকে ভারতের হরিয়ানা রাজ্যে পরিবার নিয়ে বসবাস করতেন এবং সেখানে বিভিন্ন ইটভাটায় কাজ করতেন।

ছয়-সাত দিন আগে ভারতের হরিয়ানা রাজ্যের পুলিশ বিভিন্ন এলাকার ইটভাটা থেকে তাদের আটক করে গাড়িতে করে নিয়ে এসে মঙ্গলবার ভোরে সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়।

এ বিষয়ে মুজিবনগর থানার তদন্ত অফিসার জাকির হোসেন জানান, বিএফএস তাদের সীমান্তের কাঁটাতার পার করে দেয় পরে বিজিবি তাদের আটক করে মুজিবনগর থানায় হস্তান্তর করে। তারা এখন থানা হেফাজতে আছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।