ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, মে ১৩, ২০২৫
বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত 

রংপুরের কাউনিয়ায় বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার ( ১৩ মে) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- আশরাফুল ইসলাম লন্ডীর স্ত্রী রবিনা বেগম (৩২) তার ছেলে রহমত আলী (২) এবং ভাতিজি আফসানা বেগম স্নেহা (১৬) l

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, কাউনিয়া উপজেলার মীরবাগ মহেশা গ্রামের বাসিন্দা মো. আশরাফুল ইসলাম লন্ডী মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে স্ত্রী রুবিনা বেগম, ছেলে রহমত আলী এবং এসএসসি পরীক্ষার্থী ভাতিজি আফছানা বেগম স্নেহাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন।  

পথে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে মীরবাগ জুম্মার নামক স্থানে পৌঁছালে একই দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রবিনা বেগম তার ছেলে রহমত এবং ভাতিজি আফসানা বেগম স্নেহা ঘটনাস্থলেই প্রাণ হারান।  

স্নেহার আজকেই এসএসসির শেষ পরীক্ষা ছিল। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।  

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।