নেত্রকোনা: নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোবায়েল নেত্রকোনা পৌর শহরের কাটলী এলাকার মৃত শফিকুর রহমান খানের ছেলে।
শনিবার (১০ মে) রাত ১২টার দিকে কাটলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ।
তিনি আরও জানান, সোবায়েলের নামে নাশকতার একাধিক মামলা রয়েছে। নাশকতার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হলো। সাতদিনের রিমান্ড চেয়ে রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এসআই