ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সিলেটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, মে ৭, ২০২৫
সিলেটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

সিলেট: সিলেটে ব্যবসায়ী শাহিন হত্যা মামলার রায়ে এক আসামির মৃত্যুদণ্ড এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আরও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ মে) সিলেটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন। সিলেট জেলা ও দায়রা জজ আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

রায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত ওয়াহিদুর রহমান সানি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর (শুকনা) গ্রামের মাহবুবুর রহমান ফয়সালের ছেলে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন-একই উপজেলার কায়স্তগ্রাম (কুসুমবাগ) গ্রামের জামাল হোসেনের ছেলে সারওয়ার হোসেন, মানিক মিয়ার ছেলে শাকিল আহমেদ, নুর ইসলামের ছেলে ফাহিম ইসলাম এবং বিশ্বনাথ থানার বাহাড়া (দুবাগ) গ্রামের আহমদ আলীর ছেলে রায়হান আহমেদ। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামিদের মধ্যে রায়হান পলাতক রয়েছেন।

এ মামলা জামিনে থাকা গোলাপগঞ্জের হাজিপুর (শুকনা) গ্রামের মৃত তৈবুর রহমানের ছেলে মাজেদুর রহমানকে খালাস দেওয়া হয়েছে।

হত্যাকাণ্ডের শিকার এহতেশামুল হক শাহিন গোলাপগঞ্জের হাজিপুর লরিফর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি উপজেলার হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সহসভাপতি ছিলেন।

মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২১ মার্চ রাতে সিলেট থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন শাহীন। পথে গ্রামের রাস্তায় সন্ত্রাসীরা কলাগাছ ফেলে অটোরিকশার গতিরোধ করে শাহিনকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে চালক ও এলাকার লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই ইফতেখারুল হক সবুজ বাদী হয়ে ঘটনার একদিন পর ২৩ মার্চ গোলাপগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় ২ মে র‌্যাব-৯ সদস্যরা চারজনকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২২ সালের ৩১ আগস্ট আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র (নং-২৭২) দাখিল করেন। মামলাটি ওই আদালতে বিচারের জন্য স্থানাস্তর করা হলে ২০২২ সালের ১৫ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্য শুরুর পর সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।

এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।