বাগেরহাটের সুন্দরবন থেকে চোরাশিকারীদের ফেলে যাওয়া ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (৮ মে) ভোরের দিকে চাঁদপাই রেঞ্জের হুলার ভারানী খাল এলাকায় অভিযান চালিয়ে এ মাংস জব্দ করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে হুলার ভারানী খালে অভিযান চালায় বন বিভাগের একটি দল। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারীরা বনের গভীরে পালিয়ে যান। পরে তাদের ফেলে যাওয়া একটি নৌকা তল্লাশি করে ৪২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
জব্দ এনআইডির তথ্য বিশ্লেষণ করে চোরাশিকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত হরিণের মাংস কেরোসিন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করে মাটিচাপা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এসআরএস