জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবাসী শাখা ‘ডায়াসপোরা অ্যালায়েন্স’-এর ফ্রান্স ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ছয় মাস মেয়াদি এই আহ্বায়ক কমিটিতে ১৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য (দপ্তর) মোহাম্মদ উসামা।
কমিটিতে আহ্বায়ক হয়েছেন ব্যাংকিং পেশায় যুক্ত চৌধুরী মোহাম্মদ ইফতেশাম। সদস্যসচিব হয়েছেন তরুণ রাজনীতিক মো. শাহপরান আহম্মেদ শাকিল। যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন ফরমান উল্লাহ ও মনোয়ার হোসাইন। মুখ্য সংগঠক হয়েছেন এস এম মাসরুখ উদ্দীন।
আহ্বায়ক চৌধুরী ইফতেশাম বাংলানিউজ২৪ কে জানান, নীতি-ভিত্তিক রাজনীতি করাই আমাদের লক্ষ্য। ফ্রেঞ্চ প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠবে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স। প্রবাসীদের ভোটাধিকার, তাদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে সোচ্চার থাকা এবং এই লক্ষ্যেই অটল প্রত্যয় নিয়ে এগিয়ে চলাই হবে এই কমিটির মূল উদ্দেশ্য।
কমিটিতে আঞ্চলিক সংগঠক হিসেবে জায়গা পেয়েছেন ইশতিয়াক আকিব ও আলাউদ্দিন আল মামুন। কার্যনিবাহী সচিব হয়েছেন মুকুট আ. কাইয়ুম এবং অর্থ সচিব মোহাম্মদ আল কাইয়ুম।
কমিউনিকেশন সমন্বয়ক হয়েছেন রাবেয়া বসরী রাইসা। প্রচার সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সাফওয়াত হোসেন (রাব্বী রাজ)। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হোসাইন রেজওয়ান, মো. সাকিব হোসেন, মারুফ আহমেদ, মো. মাজহারুল হক, রাকিব হোসাইন ও আফজাল হোসেন আলভী।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স একটি স্বাধীন ও স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে এবং দেশ-বিদেশের আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে তারা কার্যক্রম পরিচালনা করবে।
সংগঠনটির দাবি, নতুন বাংলাদেশের নির্মাণে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
এনডি