ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

রাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ 

ফেনী: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল।

রোববার (১৩ মার্চ) সকালে ফেনী জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা।

 

ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের সঞ্চালনায় বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন।  

সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত, যুগ্ম সম্পাদক দাউদুল ইসলাম মিনার, হায়দার আলী রাসেল, মোহাম্মদ বেলাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, জেলা যুবদলের প্রচার সম্পাদক ফখরুউদ্দিন, দপ্তর সম্পাদক আল ইমরান, ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন, ফেনী পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, সদর উপজেলা সদস্য সচিব শাহাদাত হোসেন, ছাগলনাইয়া উপজেলা শাখার আহ্বায়ক জসিম উদ্দিন, ফুলগাজী উপজেলা শাখার আহ্বায়ক কামাল হোসেন, পরশুরাম উপজেলা শাখার আহ্বায়ক সামসুল আলম শাকিল, দাগনভূঁইয়া পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশে এখন নিরব দুর্ভিক্ষ চলছে। সরকারের অনিয়ম-দুর্নীতির কারণে অসহনীয় হয়ে উঠেছে মানুষের জীবন। সরকার দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।