ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আইভীর জয়ে রাজবাড়ীতে তার শাশুড়িকে শুভেচ্ছা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, জানুয়ারি ১৭, ২০২২
আইভীর জয়ে রাজবাড়ীতে তার শাশুড়িকে শুভেচ্ছা

রাজবাড়ী: তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর পুত্রবধূ ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা সরকারি আদর্শ মহিলা কলেজের পেছনের এলাকার নিউজিল্যান্ড প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার কাজী আহসান হায়াতের স্ত্রী।

রোববার (১৬ জানুয়ারি) রাতে সেলিনা হায়াৎ আইভীর বিজয়ের খবরে রাজবাড়ীতে তার শাশুড়িকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করিয়েছেন সুধীজন ও রাজনৈতিক নেতারা।

নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকার হাতি প্রতীক নিয়ে ৯২ হাজার ১৬৬ ভোট পেয়েছেন।

এদিকে তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় রাজবাড়ীবাসী সেলিনা হায়াৎ আইভীর শ্বশুরবাড়িসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।