ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

জনদুর্ভোগ এড়াতে র‍্যালি বাতিল, খাল পরিষ্কার করবে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, সেপ্টেম্বর ১, ২০২৫
জনদুর্ভোগ এড়াতে র‍্যালি বাতিল, খাল পরিষ্কার করবে বিএনপি

রাজধানীবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বঘোষিত র‌্যালির কর্মসূচি বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর পরিবর্তে দলটি এখন শহরজুড়ে খাল, নালা এবং পুকুর পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে।

 

সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।

রিজভী বলেন, ঢাকার নাগরিকদের দুর্ভোগ বাড়ানো বিএনপির উদ্দেশ্য নয়। তাই আমরা র‌্যালি কর্মসূচি বাতিল করেছি। নগরের স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে।

কর্মসূচির অংশ হিসেবে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে দলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় স্বেচ্ছাশ্রমে নালা পরিষ্কার করবেন। রিজভী এই জনহিতকর কাজে সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানান।

মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পরিবর্তন এনে মঙ্গলবার বিএনপি-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনকল্যাণমূলক এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হবে।

তিনি জানান, মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তর পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরের ১ নম্বর রোড সংলগ্ন এলাকায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বেলা ১১টা ৩০ মিনিটে মুগদা এলাকার পূর্ব মানিক নগর বালুর মাঠ সংলগ্ন খালে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

ইএসএস/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।