ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ভাস্কর্য বিরোধিতা পরিপূর্ণ রাজনৈতিক ইস্যু: ওয়ার্কার্স পার্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, ডিসেম্বর ১২, ২০২০
ভাস্কর্য বিরোধিতা পরিপূর্ণ রাজনৈতিক ইস্যু: ওয়ার্কার্স পার্টি

ঢাকা: ভাস্কর্য বিরোধিতা কোন ধর্মীয় ইস্যু নয়, আইন শৃঙ্খলার ইস্যুও নয় এটি পরিপূর্ণ রাজনৈতিক ইস্যু বলে জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।  

শনিবার (১২ ডিসেম্বর) ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

 

পলিটব্যুরোর বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় সন্নিকটে জেনে পাকিস্তানিদের নির্দেশে জামাতের আল-বদর বাহিনী যেভাবে বুদ্ধিজীবীদের হত্যা ও মুক্তিযুদ্ধের বিজয়কে রুখে দিতে চেয়েছিল তেমনি  তাদের উত্তরসূরিরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছেন। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতার নামে বাংলাদেশের মানুষের শিল্পবোধ, সাংস্কৃতিক ও জাতীয় ঐতিহ্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তবে গণপ্রতিরোধের মুখে কিছুটা পিছিয়ে এসে আলোচনার কথা বললেও তারা তাদের অবস্থান থেকে এতটুকু সরেন নাই। বরং ঐ আলোচনার মধ্য দিয়ে তাদের চরম ঔদ্ধত্যমূলক দাবিকে জাতীয় ও রাষ্ট্রীয় ইস্যু বানাতে চাচ্ছেন।  

মুক্তিযুদ্ধের সময় এ মহলই পাকিস্তান ভাঙ্গার অর্থ ইসলামকে অবমাননা বলে ফতোয়া দিয়েছিল। পাক-বাহিনী ও রাজাকারদের নারী ধর্ষণকে যুদ্ধের ক্ষেত্রে জায়েজ বলে ফতোয়া দিয়েছিল। এখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে তারা মুক্তিযুদ্ধের সব অর্জনকে উল্টিয়ে দিয়ে বাংলাদেশকে একটি ধর্মভিত্তিক দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে চায়।
 
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে আরও বলা হয়, ভাস্কর্য বিরোধিতা কোন ধর্মীয় ইস্যু নয়, আইন শৃঙ্খলার ইস্যুও নয় এটি পরিপূর্ণ রাজনৈতিক ইস্যু। কোন আলাপ-আলোচনা বা ছাড় দেওয়ার এখানে কোন অবকাশ নেই। যুদ্ধাপরাধের বিচারের কারণে এরা পিছু হটলেও এদের পরাজয় সম্পূর্ণ হয় নি। তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ১৪ ও ১৬ ডিসেম্বর পালনের মধ্যদিয়ে এ সব অপশক্তির ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
আরকেআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।