ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা পালন করবে ডিআরইউ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা পালন করবে ডিআরইউ

ঢাকা: পেশাদার সাংবাদিকদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নব নির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।  

মঙ্গলবার (১ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় নতুন নেতৃত্বের সাফল্য কামনা করেছেন তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, নব নির্বাচিত কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পেশাদার সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডিআরইউ। সুসংহত করবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাকে। পেশাদার সাংবাদিকদের ঐক্য ও সংহতি রক্ষায় ডিআরইউয়ের ঐতিহ্য অক্ষুণ্ন থাকবে।  

তিনি আরও আশা প্রকাশ করে বলেন, নব নির্বাচিত নেতাদের গতিশীল নেতৃত্বে ডিআরইউকে আরও শক্তিশালী করবে। এ বছর রজতজয়ন্তী উদযাপনেডিআরইউ যে সক্ষমতা দেখিয়েছে তা আগামী দিনে আরও সমৃদ্ধ হবে।

এদিকে ডিআরইউ-এর নব নির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।