ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

যুবদল নেতা মামুন কারামুক্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৮, জানুয়ারি ১৭, ২০১৯
যুবদল নেতা মামুন কারামুক্ত

ঢাকা: যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন হাসান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। 

বুধবার (১৬ জানুয়ারি)  সন্ধ্যায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।  

কারাগার থেকে বের হয়ে মামুন হাসান বাংলানিউজকে বলেন,  তার বিরুদ্ধে ৩২৭টি মামলা রয়েছে।

সবগুলো মামলাতেই জামিন পেয়েছেন তিনি।  

এর আগে সোমবার (১৪ জানুয়ারি) সবগুলো মামলায় জামিন পান মামুন হাসান। গত বছরের ৯ জুলাই মিরপুর থেকে গ্রেফতার হন তিনি।  

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এমএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।