ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘রসিক’র প্রভাব পড়বে না জাতীয় নির্বাচনে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২২, ডিসেম্বর ২২, ২০১৭
‘রসিক’র প্রভাব পড়বে না জাতীয় নির্বাচনে

সিলেট: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেছেন, রংপুর সিটি নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে খুব কমই থাকবে। এটা অত্যন্ত স্থানীয় ব্যাপার।

তাছাড়া রংপুরে জাতীয় পার্টি যথেষ্ট জনপ্রিয়।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরের রিকাবিবাজার কাজি নজরুল ইসলাম অডিটরিয়ামে বিমা মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।  

বিজয়ী প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফাকে অভিনন্দন জানিয়ে পুরো নির্বাচনী সিস্টেমের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, এই সিস্টেমের নিরপেক্ষতা আছে, তা প্রতিষ্ঠিত হয়েছে।  

অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ফার্মার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ মোটামুটি ভাঙা হয়ে গেছে। তবে প্রশাসক নিয়োগ ঠিক করা হয়নি, সেটি নিয়ে গভর্নরের সঙ্গে কথা বলে ঠিক করা হবে। তবে সরকার যেহেতু নিয়েছে গ্রাহকের টাকা মারা যাবে না। এটা সরকারই ব্যবস্থা করবে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।