ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

রাজনীতি

পাবনায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
পাবনায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব জিতুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব জিতুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পৌর এলাকার কুমিরপুরস্থানে এ ঘটনা ঘটে।

জিতু পাকশী ইউনিয়নের কালপাড়া গ্রামের রজব আলীর ছেলে। তিনি ‌ঈশ্বরদী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বাংলানিউজকে জানান, গুরুতর অবস্থায় জিতুকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।