ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

টিএসসিতে শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৩, সেপ্টেম্বর ২৩, ২০২৫
টিএসসিতে শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপ শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপ করেছে ‌‌‘দ্য রেড জুলাই’ নামে একটি সংগঠন। 

নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপ করেছে ‌‌‘দ্য রেড জুলাই’ নামে একটি সংগঠন।  

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ কর্মসূচি পালন করা হয়।

 

সরেজমিনে দেখা যায়, টিএসসির পায়রা চত্বরে অবস্থিত শেখ হাসিনার ভয়াল প্রতিকৃতির ওপর একটি ব্যানারে শেখ হাসিনার ছবি সাঁটিয়েছেন দ্য রেড জুলাইয়ের সদস্যরা। পরে তারা সেখানে কয়েকটি ডিম নিক্ষেপ করেন।  

সংগঠনটির সদস্যসচিব সজীব হোসাইন বলেন, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন নিউ ইয়র্কে গিয়েছেন। সেখানে কতিপয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে ডিম মেরেছে, তারা ডিম লীগ। তারা যদি দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।  

এফএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।