ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

রাজধানীতে ডিবির অভিযানে আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, সেপ্টেম্বর ২২, ২০২৫
রাজধানীতে ডিবির অভিযানে আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার গ্রেপ্তাররা

ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

গ্রেপ্তাররা হলেন-আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আব্দুল্লাহর ঘনিষ্ঠ সহচর, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. কামাল হোসেন (৪৮), কদমতলী ৫৩ নং ওয়ার্ড যুবলীগ কর্মী মো. মনির হোসেন (৪৬), আওয়ামী লীগ কর্মী মো. জামাল হোসেন (৪০), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. রনি (৩৫), নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু (৬৪), ১ নং গাজীপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও হাইমচর থানা সাবেক ইউপি সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান গাজী (৬২)।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবির বরাত দিয়ে তিনি জানান, রোববার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টায় বেইলি রোড থেকে মো. কামাল হোসেনকে ও রাত আনুমানিক সাড়ে ১০টায় জুরাইন এলাকা থেকে মো. মনির হোসেনকে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। একই রাত সাড়ে ১১টায় ধানমন্ডি ১০/এ নং রোড এলাকা থেকে আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম।

তিনি আরও জানান, রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টায় মো. রনিকে (৩৫) চকবাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগের একটি টিম।

অপরদিকে রাত পৌনে ১২টায় একই স্থান থেকে মোহাম্মদ হাবিবুর রহমান গাজীকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগের টিম।

ডিসি আরও জানান, রোববার (২২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে অপর এক অভিযানে বনশ্রী ডি ব্লক এলাকা থেকে মো. জামাল হোসেনকে গ্রেপ্তার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি আভিযানিক টিম।

গ্রেপ্তারদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল আয়োজন, অর্থায়ন ও লোক সরবরাহের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।