ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই: দুদু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, সেপ্টেম্বর ১২, ২০২৫
গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই: দুদু শামসুজ্জামান দুদু। ফাইল ছবি

গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

 

এ সময় দুদু বলেন, ‘জাতীয় নির্বাচন ঠেকাতে একটি গোষ্ঠী নতুন নতুন বয়ান দিচ্ছে। কীভাবে নির্বাচন বন্ধ করা যায়, তা নিয়েই তারা নানা বক্তব্য দিচ্ছে। তবে গণতন্ত্রের অগ্রগতির জন্য নির্বাচনের বিকল্প কোনো পথ নেই। ’

বিগত সময়ে নির্বাচনের নামে ভণ্ডামি হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘নির্বাচন নির্দিষ্ট সময়ে না হলে আধিপত্যবাদীরা সুযোগ পাবে। ’

বাংলাদেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প নেই দাবি করে বিএনপির এই নেতা বলেন, দেশে গণতন্ত্র আর ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে সবকিছুই ফয়সালা হবে।

এসবিডব্লিউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।