ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ডাকসু নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে, অভিযোগ সাদিক কায়েমের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩১, সেপ্টেম্বর ৬, ২০২৫
ডাকসু নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে, অভিযোগ সাদিক কায়েমের ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে বলে অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

ভিপি (সহসভাপতি) প্রার্থী সাদিক কায়েম বলেন, অনেকগুলো বিষয়ে আমাদের উদ্বেগ আছে, এর মধ্যে নির্বাচন কমিশনের অপেশাদার আচরণ। আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি, নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।

তিনি বলেন, প্রথম যেদিন প্রচারণা শুরু হয় সেদিন আমাদের নারী প্রার্থী সাবিকুন্নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছে, দুই সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এ ব্যবস্থাগ্রহণ না করায় পরবর্তীতে অনেকগুলো ঘটনা ঘটেছে।

ছাত্রদল প্যানেলের কয়েকজন প্রার্থীর পক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রচারণার অভিযোগ বিষয়ে সাদিক কায়েম বলেন, আমরা বিভিন্ন জায়গা দেখতে পেয়েছি, কিছু প্রার্থী বহিরাগত নিয়ে এসে ক্যাম্পাসে ক্যাম্পেইন করতে। আমাদের সবার ইশতেহারে আছে, আমরা এ ক্যাম্পাসকে নিরাপদ করতে চাই। নিরাপদ ক্যাম্পাসে যদি আমরা বহিরাগত নিয়ে এসে প্রচারণা করি তাহলে এটা এক ধরনের সাংঘর্ষিক অবস্থান। এ রকম একটা অবস্থা।

তিনি বলেন, এদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো ব্যবস্থাগ্রহণ করতে না পারে, নারীদের বিরুদ্ধে যারা সাইবার বুলিং করছে, যারা হ্যারাসমেন্ট করছে, শ্লা্টশেমিং করছে তাদের বিরুদ্ধে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন ব্যবস্থাগ্রহণ না করে তাহলে একটি সুষ্ঠু, ফ্রি-ফেয়ার, ক্রেডিবল নির্বাচন করতে কতটুকু পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা করছি।

এবার সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী ভোট দিতে আসবেন আশা প্রকাশ করে সাদিক কায়েম বলেন, আমরা ভোট কেন্দ্র এবং ভোটিং বুথ বাড়ানোর অনুরোধ জানিয়েছি। এ ছাড়া কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা হলের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এসে ভোট দিতে হবে। এতদূর এসে তাদের ভোট দেওয়া কঠিন। আমরা বলেছি সমাজকল্যাণ ইনিস্টিটিউট আছে সেখানে যেন তাদের ভোটের ব্যবস্থা করা হয়।

সব প্রার্থীকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা যারা প্রার্থী আছি, আমরা সবাই যেন দায়িত্বশীল আচারণ করি। আর ভোটারদের বলবো দায়িত্বশীল আচরণ করে সেসব প্রার্থীকে বেছে নিতে।

প্রতিবছর যেন ডাকসু নির্বাচন সে জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সাদিক কায়েম বলেন, প্রতি বছর ক্যাম্পাসে যেভাবে পরীক্ষা হয় সেভাবে আমরা ডাকসুকে ক্যালেন্ডারের মতো করব ইনশাআল্লাহ। প্রতি বছর ডাকসু যেন একই সময়ে অনুষ্ঠিত হয় সেই কাজ করবো।

শিক্ষক নিয়োগে অনিয়ম বন্ধে কাজ করবেন জানিয়ে তিনি বলেন, ডিপার্টমেন্টের মধ্যে ভালো রেজাল্ট যাদের থাকবে, একাডেমিক এক্সিলেন্ট থাকবে তাদের যেন নিয়োগ দেওয়া হয়ে সেই ব্যবস্থা করবো।  বিগত বছরগুলোতে দেখেছি রাজনৈতিক মতাদর্শের মাধ্যমে শিক্ষক নিয়োগ হতো।

শিক্ষার্থীদের আবাসন, খাবার, স্বাস্থ্য সমস্যা নিয়ে কাজ করার অঙ্গীকার পুর্নব্যক্ত করে সাদিক কায়েম বলেন, আবাসন সংকট দীর্ঘমেয়াদি৷ আবাসন সংকট নিরসনে হল নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করবো৷  স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করবো৷ যে আশা নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম সেই আশা পূরণ করবো।

এমইউএম/এফএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ