ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ভয়ের রাজত্ব শেষ, পরিবর্তন অনিবার্য: আসাদুজ্জামান রিপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, সেপ্টেম্বর ৩, ২০২৫
ভয়ের রাজত্ব শেষ, পরিবর্তন অনিবার্য: আসাদুজ্জামান রিপন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, দেশে প্রতিষ্ঠিত ভয়ের রাজত্বের পতন অনিবার্য এবং পরিবর্তন এখন সময়ের দাবি।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে স্কুল অব লিডারশিপ বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গত ১৫ বছরে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল যেখানে শেখ হাসিনা থাকলে ক্ষমতার পরিবর্তন সম্ভব নয়-এই ধারণা রাষ্ট্রের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়া হয়েছিল। বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ-সবার মধ্যে এই ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল।

তিনি ২০১৪ সালের নির্বাচনকে ‘সবচেয়ে ন্যাক্কারজনক’ এবং ২০১৮ সালের নির্বাচনেরও কড়া সমালোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিচারক, ভাইস চ্যান্সেলরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা সরকারের ইচ্ছেমতো কাজ করেছেন, যা দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। সংবাদমাধ্যমও ভয়ের কারণে সত্য প্রকাশে সাহস দেখাতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘আমরা আছি তো দিল্লি আছে’ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এটি একটি বেহায়া রাজনৈতিক দলের প্রতিচ্ছবি। দিল্লি থাকলেই তারা সবকিছু দিয়ে দিতে পারবে-এমন মনোভাব ছিল তাদের।

রিপন দাবি করেন, শেখ হাসিনার পতন অনিবার্য ছিল। তিনি বলেন, "গত বছর ৩০ মে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের মিটিং-এ আমি বলেছিলাম শেখ হাসিনা অনিবার্যভাবে পতনের দিকে যাচ্ছেন।

তিনি আরও বলেন, "শপথের দিন বঙ্গভবনে আমার মনে হয়েছিল আগামী জাতীয় নির্বাচনের আগেই আরও কয়েকটি সরকার দেখা যেতে পারে। " এ প্রসঙ্গে তিনি মজা করে বলেন, যেভাবে ‘বাহুবলী ওয়ান, টু, থ্রি’ আছে, তেমনি হয়তো দেখা যাবে ‘ইউনূস গভর্নমেন্ট ওয়ান, টু।

সরকার গঠনে তাড়াহুড়োর কারণে অনেক সমস্যারই সমাধান সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন রিপন। তার দাবি, আওয়ামী লীগ বহু ‘জঞ্জাল’ রেখে গেছে, যা সমাধান করতে সময় ও গভীর চিন্তার প্রয়োজন।

এসবিডব্লিউ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ