সাতক্ষীরা: গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের নিউ মার্কেট মোড়স্থ শহিদ স. ম. আলাউদ্দীন চত্বরে জেলা গণঅধিকার পরিষদের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভকারীরা হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
সমাবেশে জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মো. ইমরান হোসেন বলেন, গণঅধিকার পরিষদের গণতান্ত্রিক আন্দোলন দমন করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। হামলা চালিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। আমরা পরিষ্কারভাবে বলছি—স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পদত্যাগ না করেন এবং জাপা-১৪ দলের রাজনীতি বন্ধ না হয়, তবে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, যারা নুরুল হক নুরসহ দলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাতক্ষীরাসহ সারাদেশে প্রতিবাদ আরও বিস্তৃত হবে।
বিক্ষোভে জেলা যুব অধিকার পরিষদের সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক আজিবুর রহমান, সোহাগ হোসেন, মাওলানা শাহীন, খাইরুল আলম, মুজিবুর রহমান, শাহিনুর রহমান, সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআরএম