ঢাকা, বুধবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

রাজনীতি

কোথায় যাবেন, নির্বাচন দিয়ে যেতে হবে: ড. ইউনূসকে সুব্রত চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, মে ২৬, ২০২৫
কোথায় যাবেন, নির্বাচন দিয়ে যেতে হবে: ড. ইউনূসকে সুব্রত চৌধুরী গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী

জাতীয় নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদত্যাগ হবে বলে মন্তব্য করেছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অভিমান করে বলেছেন—থাকবেন না।

কোথায় যাবেন, নির্বাচন দিয়ে যেতে হবে, যাওয়া এত সহজ না। ’

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘৯ মাসে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। আপনাদের সংস্কার, অপসংস্কার, কুসংস্কার; এগুলো আর দেখায়েন না। এগুলো অনেক দেখিয়েছেন। ৯ মাসে কিছু করতে পারেন নাই, আপনি আরো ৯ মাস নেবেন, সেটা আর হবে না। ’ 

অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আরও বলেন, ‘আপনি যখন পারেন নাই, সুতরাং বাগাড়ম্বরতা দিয়ে আমাদের আর বোকা বানাবেন না। আপনারা বসে বসে ক্ষমতা ভোগ করছেন। ক্ষমতার এত স্বাদ, সব সার্চলাইট এখন যমুনাতে গিয়ে পড়েছে। আরে সার্চলাইট তো হবে ফিরোজায়। ’

সবশেষে ‘গাধা যেমন জল ঘোলা করে, উনারাও এখন তাই করতেছেন’ বলেও মন্তব্য করেন তিনি।  

এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ