ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

রাজনীতি

উন্নয়নের ধারাকে ধরে রাখতে নৌকার বিকল্প দেখি না: সাকিব 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
উন্নয়নের ধারাকে ধরে রাখতে নৌকার বিকল্প দেখি না: সাকিব 

মাগুরা: বাংলাদেশের উন্নয়নের ধারা ধরে রাখতে নৌকার কোনো বিকল্প দেখেন না বলে মন্তব্য করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পথসভায় গিয়ে এ কথা বলেন তিনি।

ভিইউ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পথসভায় এ পথসভা অনুষ্ঠিত হয়।  

সাকিব বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা ধরে রাখতে নৌকার কোনো বিকল্প আমি দেখি না। তাই আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে পাঁচ বছর আপনাদের সঙ্গে থাকার সুযোগ করে দেবেন।  

মাগুরা পৌরসভা মেয়র খুশির হায়দার টুটুলের সভাপতিত্বে এ পথসভায় উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য মৃণাল কান্তি বিশ্বাস, যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।