ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নাগরিক সুবিধার অঙ্গীকারে ভোট চাচ্ছেন আরাফাত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
নাগরিক সুবিধার অঙ্গীকারে ভোট চাচ্ছেন আরাফাত

ঢাকা: ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বলেছেন,  কালীবাড়ি, বারনটেক, বাইগারটেক, মানিকদি এলাকা নৌকার ঘাঁটি। কিন্তু যথাযথভাবে এ এলাকায় উন্নয়ন হয়নি।

এরই মধ্যে এ এলাকায় অনেকগুলো রাস্তার কাজ শুরু হয়েছে।

বুধবার ( ২০ ডিসেম্বর) বাইগারটেক থেকে মানিকদি পর্যন্ত নির্বাচনী প্রচারণার সময় তিনি এ প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি বলেন, ৪-৫ টি রাস্তার কাজের এরই মধ্যে টেন্ডার হয়েছে। এসব রাস্তারগুলোর কাজও দ্রুত শুরু হবে। এছাড়া ইসিবি চত্বর থেকে উত্তরা জসিমউদ্দীন পর্যন্ত রাস্তাটি ৬০ ফিট প্রশস্ত হবে। সব নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।

বাংলাদেশ আওয়ামী লীগ সুশাসন, গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে মন্তব্য করে মোহাম্মদ এ আরাফাত বলেন,, ভোট বিপ্লবের মাধ্যমে দেশি-বিদেশি সব চক্রান্তকারীদের জবাব দেওয়া হবে। একটি আধুনিক, প্রগতিশীল, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতা আনতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
এনবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।