ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, ডিসেম্বর ২৭, ২০২২
ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি

ঢাকা: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে যাবেন। মঙ্গলবার (২৭ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ডিএমপি কমিশনার কার্যালয়ে এই সাক্ষাৎ হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ  বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন আজ (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায়।

সুত্র জানায়, আগামী ৩০ ডিসেম্বর পূর্বঘোষিত কর্মসূচি ঢাকায় বিএনপির গণমিছিলের বিষয়ে ডিএমপি কমিশনারকে অবহিত করতে দলের নেতারা সেখানে যাবেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।