ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আদিবাসীদের অধিকার আদায়ে রংপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
আদিবাসীদের অধিকার আদায়ে রংপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত

রংপুর: সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন করার দাবিতে রংপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলা কমিটির উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

সম্মেলন উদ্বোধন করেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন।  

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড অশোক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল রংপুরের আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির আহবায়ক শ্রী সন্তোষ সিং।

জাতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলা কমিটির আহ্বায়ক কৃষিবিদ বিমল খালকোর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী বিভাগের সাংগাঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, বিশেষ বক্তা ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম।  

সম্মেলনে আরো বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আগোষ্টিন মিনজি, মিঠাপুকুর উপজেলা কমিটির সভাপতি মাষ্টার মোহনলাল কুজুর, পীরগঞ্জ ভূমিহীন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, আদিবাসী মুক্তিযোদ্ধা যোসেফ হাঁদসা, আদিবাসী প্রতিনিধি আলোতি খালকো ও শ্যামলী মার্ত্তী, আদিবাসী ছাত্র পরিষদ সভাপতি নুকুল পাহান প্রমূখ।  

এ সময় রংপুর জেলা-উপজেলা থেকে আগত আদিবাসী সম্পদ্রায়ের বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।