ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাপ্তাই হ্রদে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
কাপ্তাই হ্রদে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ ২ প্রতীকী ছবি

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট দুর্ঘটনায় দুইজন নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (০৪ নভেম্বর) দুপুরে লংগদু উপজেলার কাট্টলীবিল বাজার এলাকার হ্রদে ঘটে এ দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে স্পিডবোটের চালক রিমেল চাকমা জুরাছড়ি উপজেলা থেকে স্পিটবোটে করে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। পথে লংগদু উপজেলার কাট্টলীবিল এলাকায় স্পিটবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী স্টিমারের সঙ্গে ধাক্কা লেগে বোটটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন যাত্রী নদীতে ডুবে নিখোঁজ হন। এছাড়া অন্যান্য যাত্রীরা আহত হয়। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাঙামাটি নেওয়া হয়।

রাঙামাটি ফিসারি ঘাট স্পিটবোট চালক সমিতির লাইনম্যান মো. মহিউদ্দীন বলেন, বর্তমানে ওই ঘটনায় দুইজন যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।