ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মনপুরায় ১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
মনপুরায় ১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

ভোলা: ভোলার মনপুরায় ১০ কেজি হরিণের মাংসসহ মো. ছলেমান (২৫) নামে এক শিকারিকে আটক করে বনবিভাগ।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে ওই শিকারির নামে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো  
হয়।


 
আটক ছলেমান উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত সুলতান মাঝির ছেলে।  

এর আগে শুক্রবার (২১ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ চরপিয়ালে সংরক্ষিত বনাঞ্চল থেকে হরিণের ১০ কেজি মাংসসহ শিকারিকে আটক করা হয়।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক শিকারির নামে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।  

বনবিভাগ জানিয়েছে, শুক্রবার বিকেলে বিচ্ছিন্ন চরপিয়াল সংরক্ষিত বনাঞ্চলে টহলে যায় একটি দল। একপর্যায়ে তারা বনের ভিতরে দেখতে পায় কয়েকজন শিকারি হরিণ জবাই করে নিজেদের মধ্যে মাংস ভাগবাটোয়ারা শেষ করে চলে যাচ্ছেন।  

এ সময় শিকারিদের ধাওয়া করে ছলেমান নামে এক শিকারিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ কেজি হরিণের মাংসসহ জব্দ করা হয়। পরে তাকে আটক করে রাতে উপজেলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।  

মনপুরা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।