ঢাকা, রবিবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভারতে পালানোর সময় কুমিল্লায় ৩০ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
ভারতে পালানোর সময় কুমিল্লায় ৩০ রোহিঙ্গা আটক

কুমিল্লা: অবৈধভাবে ভারতে পালানোর সময় কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়েরা সীমান্ত থেকে ৩০ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।  

বৃহস্পতিবার (৬ অক্টোবর) তাদের আটক করা হয়।

দুপুরে তাদের বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান।

আটক ৩০ জন পাঁচটি পরিবারের সদস্য। তাদের মধ্যে শিশু ১৬ জন, নারী আটজন, পুরুষ ছয়জন। তারা সবাই কক্সবাজারের উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পের বাসিন্দা।

থানা সূত্রে জানা গেছে, বুধবার রাতে তারা কুতুপালং ট্রানজিট ক্যাম্প থেকে পালিয়ে যান। পরে পরিকল্পনা অনুযায়ী ভারত সীমান্তবর্তী বুড়িচংয়ের খাড়েরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন তারা। এসময় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খড়েরা ক্যাম্পের সদস্যরা। ভালো উপার্জনের আশায় সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়া চেষ্টা করছিলেন তারা।
 
তাদের আবার ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।