ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই: কৃষিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই: কৃষিমন্ত্রী ছবি: জি এম মুজিবুর

ঢাকা: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর লালবাগের নবাবগঞ্জ পার্কে লালবাগ থানা আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সারা পৃথিবীতে শেখ হাসিনার নেতৃত্ব স্বীকৃতি পেয়েছে। উন্নয়নের রোল মডেল হয়েছে। ২৩ সালের নির্বাচনে জনগণের সমর্থনে আবারও ক্ষমতায় যাব।

বিএনপির নির্যাতনের অভিযোগ তুলে ধরে তিনি বলেন, ৯০ দিন অবরোধ করেছিল। ১৫০ জনকে মেরে ফেলেছিল। রেললাইন তুলে দিয়েছিল কিন্তু জনগণ তাদের প্রতিহত করেছিল।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক নয়, শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। নির্বাচনে না এলে ১৪ সালের পরিণতি হবে বিএনপির।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী বলেন, স্বাধীনতাবিরোধী, দেশবিরোধী, আগুন সন্ত্রাসীদের প্রতিহত করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ। শুধু আমরা শেখ হাসিনার নির্দেশনার অপেক্ষায় আছি।

সমাবেশে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আইন সম্পাদক নাজিবুল্লাহ হিরু, কার্যনির্বাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
এনবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।