ঢাকা, বুধবার, ৩১ চৈত্র ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

কাজিপুরে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শাহ আলমকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
কাজিপুরে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শাহ আলমকে সংবর্ধনা

সিরাজগঞ্জ: ভারতে ইন্টারন্যাশনাল পিস এওয়ার্ডে ভূষিত সিরাজগঞ্জের কাজিপুরে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গান্ধাইল-রতনকান্দি আলী আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল ক্রেস্ট প্রদান, আলোচনা সভা ও জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা, শহীদ এম মনসুর আলীর দৌহিত্র সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। প্রধান আলোচক ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক চলচ্চিত্র প্রযোজক অনুপ কুমার বড়ুয়া।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য প্রদর্শন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন শাহনাজ বেলী, চলচ্চিত্র নায়িকা দিঘী ও শিরিন শিলাসহ ঢাকা থেকে আসা শিল্পীরা।  

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।