ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

শরীয়তপুরে পদ্মার পানি বিপৎসীমার ৩৭ সে.মি. ওপরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
শরীয়তপুরে পদ্মার পানি বিপৎসীমার ৩৭ সে.মি. ওপরে

শরীয়তপুর: টানা বৃষ্টিপাত ও জোয়ারে পদ্মা নদীর পানি বেড়েই চলেছে। শরীয়তপুরে পদ্মার পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হচ্ছে।

তবে জেলায় এখনও পর্যন্ত কোনো গ্রাম প্লাবিত হয়নি।  

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব।

পাউবোর্ড শরীয়তপুর সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে পদ্মা নদীর সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই পদ্মায় পানি বাড়ছে।  

এ ব্যাপারে পাউবো শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া গত দুইদিন ধরে পুরো জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে জনজীবনে কিছুটা প্রভাব পড়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।