ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

কুয়াকাটায় জালে ধরা পড়ল ৫ মণের ৩টি সেইল ফিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
কুয়াকাটায় জালে ধরা পড়ল ৫ মণের ৩টি সেইল ফিস

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গুড়া মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে তিনটি সেইল ফিস। এ মাছগুলোর ওজন হয়েছিল পাঁচ মণ।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) রাতে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছগুলো নিয়ে আসা হয়।

তবে স্থানীয় বাজারে এ মাছের চাহিদা না থাকায় মৃধা ফিসের মৎস্য ব্যবসায়ী জাহিদ মাছ তিনটি ২০ হাজার টাকায় কিনে নেন।

বাঁশখালির আল্লাহর দয়া ট্রলারের গুড়া মাঝি জানান, বৃহস্পতিবার বঙ্গোপসাগরের ৬ বাম এলাকায় মাছ তিনটি জালে ধরা পড়ে। মাছগুলো বড় হওয়ায় তাদের ট্রলারে তুলতে অনেকটা বেগ পেতে হয়েছিল। পরে সেগুলো উঠিয়ে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আনা হয়।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সেইল ফিস মূলত দ্রুতগতির মাছ। এ জাতের মাছ গভীর সাগরে বিচরণ করে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।