ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

হোমিওপ্যাথিক ডাক্তারদের গ্রেফতার, হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
হোমিওপ্যাথিক ডাক্তারদের গ্রেফতার, হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

ঢাকা: নিবন্ধিত হোমিওপ্যাথিক ডাক্তারদের গ্রেফতার, মামলা ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে হোমিওপ্যাথিক স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটি ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড।

রোববার (২৭ আগস্ট) রাজধানীর ওয়ারীতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি থেকে হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. আজিজুর রহমান সুজন ও ডা. মনিরুল ইসলামসহ সারাদেশে প্রশাসন, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কর্তৃক নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকদের হয়রানী ও গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে ২৭ ও ২৮ আগস্ট দুই দিন দেশের সব হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজে কর্মবিরতি পালন ও ক্লাস বর্জনের ডাক দেওয়া হয়।

এছাড়া ২৮শে আগস্ট সারাদেশের সব হোমিওপ্যাথিক ফার্মেসি ও চেম্বার বন্ধ রাখার আহ্বানও জানানো হয় এ মানববন্ধন থেকে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. আশিষ সংকর নিয়োগী, হোমিওপ্যাথিক স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটির আহ্বায়ক ডা. সাখাওয়াত ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. সালেহা খাতুনসহ হোমিওপ্যাথিক ঔষধ বিক্রেতা সমিতি ও  ছাত্র সংসদের নেতারাসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
এইচএমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।