ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বান্দরবানে মিয়ানমারের মর্টার শেল, কড়া প্রতিবাদ জানাবে ঢাকা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
বান্দরবানে মিয়ানমারের মর্টার শেল, কড়া প্রতিবাদ জানাবে ঢাকা বান্দরবান জেলার তমব্রু সীমান্তে মর্টারশেল ছুড়েছে মিয়ানমার

ঢাকা: বান্দরবান জেলার তমব্রু সীমান্তে মিয়ানমারের মর্টার শেল পড়ার ঘটনায় দেশটির কাছে কড়া প্রতিবাদ জানানো হবে।

রোববার (২৮ আগস্ট) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ভূখণ্ডে মিয়ানমার থেকে মর্টার শেল পড়ার ঘটনায় পররাষ্ট্র সচিব বলেন, আমরা এ ধরনের ঘটনায় সাধারণত প্রতিবাদ করে থাকি। এবারও কড়া প্রতিবাদ জানাবো, যেন বাংলাদেশের ভেতরে এ ধরনের বিষয় আর না ঘটে।

মাসুদ বিন মোমেন আরও বলেন, মর্টার শেল পড়ার ঘটনাটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, সেটাও আমরা খতিয়ে দেখবো।

রোববার বিকেলে বান্দরবানের তমব্রু সীমান্তে একটি মর্টার শেল পড়ে থাকতে দেখা যায়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। ওই এলাকার স্থানীয়রা জানিয়েছেন, মিয়ানমার সেনাবাহিনী ঘুমধুম তমব্রু উত্তর পাড়ায় এই মর্টারশেল নিক্ষেপ করেছে।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম এলাকায় গত এক সপ্তাহ ধরে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে সংঘাত চলছে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।