ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে প্রাণ রক্ষা ও ভূমি উদ্ধারের দাবিতে সাংবাদিক সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
খাগড়াছড়িতে প্রাণ রক্ষা ও ভূমি উদ্ধারের দাবিতে সাংবাদিক সম্মেলন

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে প্রাণ রক্ষা ও ভূমি উদ্ধারের জন্য প্রশাসন ও সুশীল সমাজের সহযোগীতা চেয়েছেন পানছড়ি বাজারের বাসিন্দা মো. আবদুল করিম।

শনিবার (২৭ আগস্ট) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে এক সংবাদ সস্মেলনের মাধ্যমে এ সহযোগীতা কামনা করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল করিম বলেন, পানছড়ি বাজারের উত্তম কুমার দেব ও বিজয় কুমার দেব দুই ভাই তার নামে কুৎসা রটিয়ে মানববন্ধন করেছে। অথচ তিনি ও তার পরিবার তাদের ভয়ে পানছড়ির ভিটেমাটি ছেড়ে খাগড়াছড়িতে মানবেতর জীবনযাপন করছেন।

তিনি লিখিত বক্তব্যে জানান, তার নিজ নামীয় জায়গা সন্ত্রাসী কায়দায় দখল করেছেন দুই ভাই উত্তম ও বিজয়। সেই জায়গা নিয়ে মামলা করলে সুপ্রীম কোর্ট তারপক্ষে রায় দেন। আদালত দখলসত্ব বুঝিয়ে দেওয়ার জন্য বিবাদীকে আদেশ দিলেও তা অমান্য করে উল্টো তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে।  

সংবাদ সম্মেলনে করিমের স্ত্রী নুরুন নেছা বেগম ও তার ছোট ছেলে আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।