ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

করিমগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
করিমগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. দুলাল (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (২৬ আগস্ট) রাতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটক দুলাল কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা-নয়াপাড়া এলাকার মৃত আব্দুল কাইয়ুমের ছেলে।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খরব পেয়ে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে করিমগঞ্জ উপজেলার উত্তর সিন্দ্রিপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। এ সময় মাদকসহ দুলালকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫২৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইলফোন জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেন।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, আটক দুলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করিমগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।