ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরিশালে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
বরিশালে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল, ভেসাল জাল ও মাছ ধরা বড় চাই জব্দ করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, শুক্রবার (২৬ আগস্ট) সকালে উপজেলার গৈলা ইউনিয়নের কাঠিরা খাল ও বিলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল, ১০ হাজার মিটার কারেন্ট জাল, কয়েকটি অবৈধ ভেসাল জাল ও মাছ ধরা বড় চাই জব্দ করা হয়।

পরে জব্দ করা অবৈধ চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল, কয়েকটি অবৈধ ভেসাল জাল ও মাছ ধরা বড় চাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।